জাতীয় নির্বাচনকে ঘিরে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

জাতীয় নির্বাচনকে ঘিরে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন


নিজস্ব প্রতিবেদকঃ-


নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, নির্বাচনী ট্রেনিং থেকে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে স্বচ্ছ, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে প্রয়োগ করতে হবে।


শনিবার (৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হল রুমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ১৫ তম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।


এসময় পুলিশ সুপার  প্রশিক্ষণার্থীদের মনোযোগ ও আন্তরিকভাবে প্রশিক্ষণ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।


১৫ তম ব্যাচের এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ক্যাম্প থেকে মোট ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে নির্বাচনকালীন দায়িত্ব, নিরাপত্তা ব্যবস্থা, পেশাগত আচরণসহ বিভিন্ন দিক তুলে ধরা হবে।


অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) ও অতিরিক্ত দায়িত্ব প্রসিকিউশন মো. ইব্রাহিম হোসেনসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭