নারায়ণগঞ্জে ৭ থানার ওসি’র সঙ্গে এসপি’র সৌজন্য সাক্ষাৎ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জে ৭ থানার ওসি’র সঙ্গে এসপি’র সৌজন্য সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক


নারায়ণগঞ্জের সাত থানায় যোগদান করেছেন লটারিতে পদায়ন করা সাত অফিসার ইনচার্জ (ওসি) । যোগদানের পর নবাগত ওসিরা সোমবার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।


এসময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন–শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।


পুলিশ সুপার বলেন, নির্বাচনের সময় পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিতে হবে। জেলার সব পুলিশ সদস্যকে নির্বাচনসংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।


তিনি আরও নির্দেশ দেন থানায় জিডি বা মামলা করতে আসা ভুক্তভোগীদের হয়রানি না করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।


নতুন সাত ওসি হলেন, সদর মডেল থানায় মোহাম্মদ আব্দুল হালিম, ফতুল্লা মডেল থানায় মো. আব্দুল মান্নান, সিদ্ধিরগঞ্জ থানায় মহম্মদ আব্দুল বারিক, বন্দর থানায় গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, সোনারগাঁও থানায় মো. মহিববুল্লাহ, আড়াইহাজার থানায় মো. আলাউদ্দিন ও রূপগঞ্জ থানায় মো. সবজেল হোসেন।


সৌজন্য সাক্ষাতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭