নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসাবে মোঃ আসিফ আল জিনাত যোগদান করেছেন।
তিনি ৭ ডিসেম্বর রোববার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিকুর রহমানের নিকট থেকে দায়িত্বভার গ্রহন করেন। এর আগে তাকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি)মো. তৌফিকুর রহমান ও সহকারী কমিশনার ভুমি(কাঁচপুর রাজস্ব সার্কেল) ফাইরুজ তাসনিম।
নবাগত ইউএনও আসিফ আল জিনাত ৩৬ তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা। তিনি এর আগে জয়পুরহাট ক্ষেতলাল উপজেলায় নির্বাহী কর্মকর্তা ও সর্বশেষ সোনারগাঁয়ের ইউএনও হিসেবে যোগদান করলেন। তার দেশের বাড়ী জামালপুর জেলায়।
নতুন ইউএনও আসিফ আল জিনাত দায়িত্ব গ্রহণের পর উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে পরিচয়ক্রমে বৈঠক করেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন যাতে তিনি দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন।
এসময় উপজেলা কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন