মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নবাগত সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ'র সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় থানার সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকেরা সোনারগাঁয়ের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা, মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও জনভোগান্তির বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাশাপাশি তাঁরা একজন ওসির কাছে জনগণ কী ধরনের সেবা আশা করে সেসব বিষয়ও খোলামেলা আলোচনা করেন।
এসময় ওসি মহিববুল্লাহ তার বক্তব্যে বলেন, সোনারগাঁ বাসীর নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান দায়িত্ব। আমি যতদিন এখানে থাকবো ততদিন এ উপজেলায় কোনো মাদক কারবারির ঠাঁই হবে না। আমাদের কোনো পুলিশ সদস্য মাদকের সাথে জড়িত থাকলে আমাকে জানাবেন, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিবো। সোনারগাঁ থানায় কোনো দালালের ঠাঁই হবে না। কেউ দালালি করতে আসলে তাকে ধরে পুলিশে দিবেন। আগামী সংসদ নির্বাচনে ভোটারদের নিরাপত্তায় পুলিশ বাহিনী সব সময় প্রস্তুত থাকবে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
এ সময় সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁনসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন