মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশু ও নারীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর)ভোরে উপজেলার কাঁচপুর পাটাততা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন আলাউদ্দিন (৩৫), জরিনা বেগম (৬৫),সাঁথিয়া আক্তার (১৪) ও সাইমা (৪)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, ভোরের দিকে সোনারগাঁ উপজেলা থেকে শিশু ও নারীসহ চারজনকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাঁদের মধ্যে জরিনা বেগমের শরীরে ২০ শতাংশ, আলাউদ্দিন ৪০ শতাংশ, সাথী আক্তারের ১২ শতাংশ এবং সাইমার ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।
এদের মধ্যে আলাউদ্দিনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাঁকে নিবিড় পরিচর্যা ওয়ার্ডে রাখা হয়েছে। অন্যান্যদের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সালমা আক্তার বলেন, আমার ভাতিজিদের বাসায় লাইনের গ্যাসের মাধ্যমে রান্নার কাজ চলত। গত রাতে গ্যাস লাইনের লিকেজ থেকে তাঁদের ঘরে গ্যাস জমে যায়। পরে তা থেকে হঠাৎ বিস্ফোরণের ঘটনায় আহত হয় আমার ভাতিজিসহ তার পরিবারের চার সদস্য। পরে ভোরে তাঁদেরকে ঢাকা মেডিকেলের বার্ন হাসপাতালে নিয়ে আসি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন