সোনারগাঁয়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

সোনারগাঁয়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়


মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ সভাকক্ষ " অর্কিড " এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এসময় এসময় সোনারগাঁ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা মানুষের চোখ ও কান। সাধারন মানুষ যা দেখে না সাংবাদিকদের তথ্য সংগ্রহের মাধ্যমে তা চোখ দিয়ে দেখে এবং কান দিয়ে শোনে। তাই সর্বপ্রথম সাংবাদিকদের নীতি নৈতিকতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।

তিনি বলেন, প্রশাসন ও মিডিয়া একে অপরের পরিপূরক। সুতরাং আপনারা প্রশাসনকে সহযোগিতা করবেন। আমরা সকলে মিলে সোনারগাঁকে এগিয়ে নিতে চাই। 

এসময় তিনি প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সোনারগাঁয়ের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭